হে মানুষ কেন হইলি মত্ত এই দুনিয়ার জন্য

মরিলে হইবি রে তুই রিক্ত,

তখন থাকবে না আর

ভালবাসার সিক্ত ।

হে মানুষ কেন করিস এত অহংকার

যেদিন বন্ধ হবে তোর চক্ষু

সেদিন ভেঙ্গে যাবে সব গর্ব ,

খুঁজে পাবেনা কোন আকার ।

কত আশায় কত মায়ায় বানিয়েছিলি ঘর

সবকিছু তোর থাকবে পরে তুই হইবি পর

কত মানুষ কাদিবে তোর জন্য

কবরে শুইয়ে তোকে চলে যাবে করিতে যার যার দৈন্য ।

এখনও আছে সময় হইতে ডাল

জ্বালাও যার ঘরে ইসলামের আলো

কর কাজ পরের জন্য

দুনিয়া ও আখিরাতে উভয়ই হইবি ধন্য ।

 

১৬-০২-২০১৩

লালবাগ- ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *