নিরবে নির্জনে

হৃদয়ের কোন এককোন

দিয়েছি স্থান

ওগো প্রিয়তমা ।

গোপনে ,গভীরে

চোখের ঐ পর্দার আড়ালে

এনোনা গো জল

ওগো প্রিয়তমা ।

মানে, অভিমানে

হৃদয়ে কোন দুঃখে পেয়ে

যেয়োনা গো ছেড়ে আমায়

ওগো প্রিয়তমা ।

আনন্দে , আফ্লুতে

পৃথিবীর সকল সুখ পেয়ে

যেয়ো নাগো ভুলে আমায়

ওগো প্রিয়তমা ।

সয়নে স্বপনে

ঘুমের গভির ক্ষনে

ভেবোনা তুমি একা

ওগো প্রিয়তমা ।

বিপদে,আপদে

ভয়ঙ্কর কোন মুহুর্তে

থাকব তোমার পাশে

ওগো প্রিয়তমা ।

বুঝে না বুঝে

চোখ ও মনের অজান্তে

বেসে ফেলেছি ভাল তোমায়

ওগো প্রিয়তমা ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

১১-০৩-২০১৩

লালবাগ-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *