__ রেদোয়ান মাসুদ

যেখানেই যাই

শুধু নাই আর নাই !

আর কত পেলে শুনব তাদের মুখে

থাক আর দরকার নাই ।

যেখানেই যাই

শুধু খাই আর খাই !

কখন শুনব সেই কথা

আর খাবনা আর খাবনা ।

যে যত পাচ্ছে

সে তত চাচ্ছে ।

কখনও বলবেনা

অনেক হয়েছে আর কিছু না চাই ।

একটা পেলে আর একটা নাই

যেটা নাই সেটাও চাই ।

যেখানেই যাই

শুধু নাই আর নাই !

নিজে পেলেই হয়

কার কি হল জানার দরকার নাই ।

কেউ না খেয়ে মরছে

কেউ ফেলে ফেলে খাচ্ছে ।

অন্যের কান্না কি তাদের কানে যাচ্ছে ?

কে কাঁদছে কে হাসছে

একবারও কি তাঁরা ভাবছে ?

কি বা করবে তাঁরা

নিজের জন্য নিজেই আত্নহারা !

কার আছে, কার নাই

এই কথা ভাবারও সময় নাই ।

আমার যা আছে আরো চাই

যেখানেই যাই

শুধু নাই আর নাই ।

নিজের জন্য নিজে যারা

কারো কথা ভাবছে না তাঁরা ।

তাদের কাছে একটা কথা বলে যাই

তোমাদের মত স্বার্থপর মানুষ দুনিয়াতে দরকার নাই ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

১৮-০২-২০১৩ ইং

আজিমপুর-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *