বের হলাম আজ চাদর পড়ে

বিজয় ছাড়া ফিরবনা ঘরে

যদি হয় মৃত্যু আমার

তবে মাটি দিও আমায় সেই চাদরে ।

ব্যর্থতার যত গ্লানি

করেছে আচ্ছন্ন হৃদয় খানি ।

চাইনা করতে বাস ব্যর্থতার সাথে

প্রতিজ্ঞা করিলাম আজ

যদি জীবন থাকে

মুছে ফেল জীবনের সকল হতাশাকে ।

এসেছে দুনিয়ার বুকে ,

আবার ফিরে যেতে হবে

এই সত্যকে বরন করে

ঝাপ দিলাম আজ অথই জলে ।

বিধাতা তোমায় করছি অনুরোধ

দিও আমায় একটু শক্তি ও সাহস ।

যেন যেতে পারি ঐ বিজয়পুর

থাকতে পারি সেথায় জীবনের তরে ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

২৬-০৩-২০১৩ ইং

আজিমপুর -ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *