__ রেদোয়ান মাসুদ

যেতে হবে ঐ দূর-দূরন্ত

দিতে হবে মুখে অন্য

করিতে হবে সব তন্য তন্য

পেরোতে হবে দূর্গম অরণ্য ।

নদীতে যদি ওঠে ঝড়

তবুও যেতে হবে ওপার,

সামনে পড়িযে লাশের সারি,

ধরেতে হবে শক্ত হাতে দাঁড়ি ।

যত ব্যর্থতা করুক না আচ্ছন্ন

করতে হবে সব তুচ্ছ গণ্য,

শরীরের যত শক্তি সামর্থ্য

লাগাতে হবে জয়ের জন্য ।

আঁকা বাকা দূর্গম পথে

পড়িবে পা বাকে বাকে,

তবুও যেতে হবে সামনের দিকে

পেতে হবে বিজয়ের স্বাদকে ।

সাধনা ছাড়া কিছু না হয়

তাতে যদি হয় শরীরের মাংস ক্ষয়,

তবুও দাড়াতে হবে সোজা  হয়ে

দেখিয়ে দিতে হবে পৃথিবীকে ।

যদি না হয় জীবনের জয়

তবে দুনিয়াতে না থাকলেই তো হয়,

বাচিলে বাচার মত বাচব

না হয় চিরতরে মরব ।

হৃদয়ে নিয়ে বিজয়ের গান

বুকে হাত দিয়ে করিলাম পণ

সবাই যাব পৃথিবীর ওপারে

ছিনিয়ে আনব বিজয়, দুয়ারে ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

২৫-০৩-২০১৩ ইং

মহাখালী-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *