বুড়ি যাচ্ছে বাপের বাড়ি ,

এক হাতে তার রসের হাড়ি ,

অন্য হাতে বাশের লাঠি ,

ঠক ঠক করে তাই চলছে বুড়ি ।

পথিমধ্যে তার ধরল ক্লান্তি ,

মনটা তার তাই আজ লাগছে অশান্তি ,

রাস্তার পাশে পেল একটি বাড়ি ,

বিশ্রামের জন্য সেই বাড়িতে গেল বুড়ি ।

বারান্দায় রেখে রসের হাড়ি,

বুড়ি বলে একটু ঘুমিয়ে পড়ি ,

ঘুম থেকে যখন উঠল বুড়ি ,

খুঁজে পেলনা তার রসের হাড়ি ।

হঠাৎ দেখে দুষ্ট ছেলেরা করছে দৌড়াদৌড়ি ,

হাতে তাদের রসের হাড়ি ,

রস খেয়ে তাঁরা করছে খালি ,

বুড়ির চোখ গেল জলে ভাসি ,

শূন্য হাড়ি নিয়ে যাবেনা বাপের বাড়ি ,

মন খারাপ করে তাই ফিরল বাড়ি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *