চল্লিশ বছর পরেও মোরা পাইনি স্বাধীনতা

স্বাধীন দেশে বাস করেও মোদের কাটেনি হতাশা,

পেয়েছি শুধু পৃথিবীর বুকে একটি রঙ্গিন পতাকা

বুকে জড়িয়ে সেই পতাকা , করছি শুধুই প্রত্যাশা ।

ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে এনেছিল স্বাধীনতা

আড়াই লক্ষ মা বোনদের হয়েছিল সর্বনাশা,

বুকের তাজা রক্ত দিয়ে করেছিল মুক্তির প্রত্যাশা

পরের প্রজন্ম থাকবে মুখে এই তো ছিল আশা ।

স্বাধীন দেশে  বাস করে মোরা পেয়েছি কি সেই ভাষা

যার জন্য ৫২ সালে রক্ত ঝড়েছিল তাজা ,

আজও সেই মা –বোনদের হচ্ছে সর্বনাশা

দুষ্ট লোকের মরন ছোবলে থেকে নেইকো মুক্তির আশা ।

আজও সেই স্বাধীন দেশে আটকে রেখে ফাইল পত্র-খাতা

কিছু লোক ভরছে ,পকেট পেট করছে মোটা তাজা ,

স্বাধীনতা বিরোধী সেই হানাদারদের কথা আজও মোদের জানা

ভুলাতে চাইছে সেই কথা তাঁরা , বলে ধর্মের কথা ।

সবুজ ঘাসে রক্ত পড়ে হয়েছিল লাল সবুজের পতাকা

সেই পতাকা গাড়িতে বেধে বীরের বেশে চলছে হায়নাদাররা ,

আজও সেই যুদ্ধাহতরা পাতছে মানুষের কাছে থালা

যাদের জন্য মাথা উচু করে আছি , তাদের কেনা এই অবস্থা ?

বীরঙ্গনারা  আজও কাদছে সেই হায়নাদারদের ভয়ে

মুখ খুললে যাবে জীবন স্বাধীন এই দেশে ,

স্বাধীনতার জন্য গিয়েছিল যুদ্ধে দিন, মুজুর চাষা

আজও তাদের মুখে জুলছেনা দুই মুঠো ভাত ,এই কি ছিল আশা ?

স্বাধীনতা মানে কি কিছু লোকের বুক ফুলিয়ে চলা?

স্বাধীনতা মানে কি তাদের পায়ের নিচে জনগণ ধুলা?

স্বাধীন দেশে কেন মোরা আজ ও দেখেছি পরাধীনতা?

চাইনা মোরা , চাইনা মোরা এমন স্বাধীনতা !

স্বাধীনতা দিবে বাক স্বাধীনতা , স্বাধীনতা দিবে মুক্তির বারতা

এইতো মোদের ভাষা , স্বাধীন দেশে বাস করবো মোরা মিটাবো মনের আশা।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

০৬-০৮-২০১৩ ইং

মোড়ল কান্দি- শরীয়তপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *