খোকাখুকি খেলছে আজ হাড়ি পাতিল নিয়ে

চুলার উপর রেখে পাতিল দিয়েছে আগুন জ্বালিয়ে।

ভাত চুলায় বসিয়ে তাঁরা কাটছে তরকারি,

ঐদিকে চেয়ারে বসে ছোট্টমনি করছে খবরদারি ।

চালগুলো ফুটে গেছে তাই করছে গরগর

খোকাখুকি আসছে গালিতে ভাতের মার ।

কয়টি ভাত উঠিয়ে তাঁরা দেখল টিপ দিয়ে

ভাত রান্না হয়ে গেছে তাই ফেলল নামিয়ে ।

তরকারি চড়াল তাঁরা ছোট্ট কড়াইয়ে

চামিচ দিয়ে নাড়ছে তা যেন না যায় পুড়ে ।

তরকারি রান্না শেষে কড়াইতে দিল মাংস

মাংসের গন্ধে এবার পুরো পড়াতে পৌঁছল ।

মাংস রান্না মজা হয়েছে তাইতো সবার জিহবায় এসেছে পানি

ঐদিকে খোকাখুকি সবার জন্য পেতেছে বড় পাটি ।

ভাত মাংস খেয়ে সবাই উঠছে আনন্দে মেতে

পশ্চিম আকাশে সূর্য ডুবছে আজকে হবে যেতে ।

কালকে আবার এসো সবাই এই কথা বলে

হাড়ি পাতিল নিয়ে খোকাখুকি বাড়িতে গেল চলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *