__রেদোয়ান মাসুদ

আমরা সবাই মানুষ

সবার রক্ত লাল

তবে কেনরে তুই হইলি বেহুস

বাঁধলি মস্ত জঞ্জাল ।

আমরা সবাই মাটির তৈরি

মাটিতেই যাবো মিশে

তবে কেনরে তুই করিস গর্ব

দুনিয়াটাই হবে মিছে ।

আমরা সবাই বাংলার মানুষ

বাংলাই মোদের ভাষা

তবে কেনরে তুই করলি বিদ্বেশ

ডেকে আনলি সর্বনাশা ।

আমরা সবাই ভিন্ন মনের

ভিন্ন মোদের বর্ন

সবার কর্ম হয় যদি সেবার

দেশটা হবে ধন্য ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

১৬-০২-২০১৩ ইং

লালবাগ-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *