_রেদোয়ান মাসুদ

যুগে যুগে কত মানুষ এলো কত মানুষ চলে গেল

কত রঙ্গ , কত ভঙ্গী দেখিয়ে তাঁরা বিদায় নিল ।

কত মানুষ আছে , আরও কত আসবে ধীরে ধীরে

একই খেলা খেলবে তাঁরা এভাবেই যাবে ফিরে ।

মনে মনে কত আশা কত ভালবাসা পেতেছিল দুনিয়া ভরে

না পাওয়ার বেদনায় কাপছে তাদের বুক ডরে ডরে ।

কত হিংসা , কত বিদ্বেশ বেধেছিল তাদের বুকে

মনের সুখে তাঁরা মারছে মানুষ নিচ্ছে অস্ত্র হাতে ।

কত দুঃখ কত বেদনা বেধেছে অভাগিনীর মনে

কে মুছবে তাদের চোখের জল , মিটাবে তাদের আকাল ,পাচ্ছিনা খুঁজে।

শত হতাশার মাঝে আশা একদিন উঠবে জেগে

সেই দিনই পাব আমরা দেশ প্রেমিক খুজে ।।

কাব্যগ্রহন্থঃ মায়ের ভাষা

১১-০৩-২০১৩

লালবাগ-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *