“তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে”।
___ রেদোয়ান মাসুদ

“স্বপ্ন তাকে নিয়েই দেখ যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে, কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখ না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়”।

___ রেদোয়ান মসুদ

“জীবন চলার পথে বাঁধা আসতেই পারে

তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই,

যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার

শুরু করতে হবে”।

____ রেদোয়ান মাসুদ

“কাউকে অপমান করা খুবই সহজ।
আরও সহজ হল প্রকাশ্যে অপদস্থ করে সম্পর্ক ভেঙ্গে দেয়া ।
কিন্তু সবচেয়ে কঠিন কাজ হল নিজের ভুল স্বীকার করে
আবার সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা”।

___রেদোয়ান মাসুদ

“কাউকে কখনও বেশি আপন করে নিও না,
তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।”

___রেদোয়ান মাসুদ

“অতীত কে কখনও ভুল না, অতীত ই পারে ভবিষ্যতকে উজ্জ্বল করতে। কারণ অতীত হল মানুষের অনুপ্রেরণার উৎস, আর অনুপ্রেরণা ছাড়া মানুষ কোন দিন উন্নতি করতে পারে না”।

___ রেদোয়ান মাসুদ

কাউকে যদি বেশি মায়া কর, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।

____ রেদোয়ান মাসুদ

“নিজেকে কখনও ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়। আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না”।

___ রেদোয়ান মাসুদ

“বাকা পথে হাটলেও পথ হারাইও না, যে পথ তুমি হারিয়ে ফেলবে হয়তবা সে পথ আবার খুজে পাবে। কিন্তু যে সময়টুকু পিছনে ফেলে আসবে সে সময় কিন্তু আর ফিরে পাবে না”।

__রেদোয়ান মাসুদ

“আশা নিরশার মাঝেই মানুষের জীবন। তাই বেশি আশা করাও ভাল না আবার বেশি নিরাশ হওয়াও ভাল না, দুটোর মধ্যে থাকটাই উত্তম”।

___ রেদোয়ান মাসুদ

“কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়”।

___ রেদোয়ান মাসুদ

“যে হাত দিয়ে কাউকে তুমি ফিরিয়ে দিলে, কিন্তু মনে রাখতে হবে সে হাত যেন আবার কোন দিন কারো কাছে পাততে না হয়”।

___ রেদোয়ান মাসুদ

“প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে”।

___ রেদোয়ান মাসুদ

“কারো কাছে যত বেশি প্রত্যাশা করবে, দুঃখের সম্ভাবনা তার চেয়ে হাজার গুনে বাড়বে”।

___ রেদোয়ান মাসুদ

“যদি কেউ তোমাকে ভালবাসে, আর তুমি যদি তাকে গ্রহন করতে না পার, তাহলে তার দেয়া কোন উপহার গ্রহন করা অথবা তাকে বন্ধু ভেবে ঘনিষ্টভাবে না চলাটাই ভাল।যে তোমাকে ভালবাসে সে তোমার পিছনে লেগেই থাকবে। আর তোমার ঘনিষ্টভাবে চলাফেরা তার প্রতি তোমার দুর্বলতাই প্রকাশ পাবে, যা তাকে তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট করে তুলবে”।

___রেদোয়ান মাসুদ

“বন্ধুর সাথে ভালোবাসার সম্পর্কে জড়ানো ঠিক নয়।বন্ধুত্ব সম্পর্কটা চির দিনের জন্য যা কোন কারনে ভেঙ্গে গেলেও আবার কোন দিন না কোন দিন জোড়া লাগে কিন্তু ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক ভেঙ্গে গেলে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কটাও হারিয়ে যায়”।
__ রেদোয়ান মাসুদ

“কাউকে সৎ উপদেশ দিলে সে তোমার কাছ থেকে একটু দূরে থাকতে চেষ্টা করবে এটাই স্বাভাবিক। তাই বলে তুমি মন খারাপ করে নিজেকে তা থেকে দূরে সরিয়ে ফেল না। তোমার কাজ তুমি চালিয়ে যাও। হয়তোবা কোন দিন সে তোমার কথাকে মূল্যায়ন করবে।”
____ রেদোয়ান মাসুদ

“ভুল থেকেই মানুষ শিখে, কিন্তু সে ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল। কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন,সে সুযোগটিই ছিল আপনার জীবনের শেষ সুযোগ”।

____রেদোয়ান মাসুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *