__ রেদোয়ান মাসুদ

চারিদিকে একি শুনি সব

শুধু হাহাকার আর কলরব !

কেউ কাঁধে নিয়ে যাচ্ছে শব

কেউ আনন্দে করছে উৎসব !

কারো হৃদয় ভেঙ্গে হয়েছে নিরব ,

কেউ নিজের গর্বে হয়েছে সরব ।

ধনীরা খাচ্ছে গরিবের সব,

আর গরীবেরা করছে ভাতের হিসাব ।

টাকার জোরে নামের শেষে লাগিয়েছে সাব ,

অপরদিকে গরিবের ঘরে বেড়ে যাচ্ছে অভাব ।

রাত্রিবেলা ঘুমের ঘরে দেখে খোয়াব

দিনের বেলা কেটে যাবে অভাব ।

সকাল বেলা কেটে যায় কুয়াশা সব

কিন্তু কাটেনা কোনদিন গরিবের অভাব ।

শেষ বিকেলে যখন নেমে আসে কুয়াশার ভাব

সন্ধার পরে শেষ হয়ে যায় তাদের সকল খোয়াব ।

দিন আসে দিন যায় যায়না শুধু গরিবের অভাব

ধনের গর্বে গর্বিত হওয়া বড়লোকের স্বভাব ।

গরিবের দুঃখে করে না শোনার ভাব

আনন্দে তাঁরা করে পাণ শরাব ।

নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খায় যে কাবাব

যে দিকে তাকায় দেখে শুধু বিভব আর বিভব ।

অপর দিকে গরিবের ঘরে যেন রৌরব আর রৌরব

চাইনা দেখিতে আমি এত বিভব ।

গরিব ধনীর ব্যবধান যেন হয় লব

তাইতো আমি ধনীদের করিতেছি হাব

ভেঙ্গে দাও ঐ চোখের শারাব ।

কান দিয়ে শোন গরিবের রব

কাটিয়ে দাও তাদের মনের কুয়াশা সব

কর চেষ্টা করিতে তাদের সকল দুঃখ লাঘব

মেতে ওঠো একসাথে কর উৎসব !

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

০৫-০৫-২০১৩

লালবাগ-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *