___ রেদোয়ান মাসুদ

————–চাইনা আমি তাহার করুনা

যে ভিতরে করে আঘাত      হৃদয় খানি করে রক্তপাত ।

————–চাইনা আমি তাহার করুনা

যে বাইরে করে তোষামদ     গোপনে দেয় অপবাদ।

————–চাইনা আমি তাহার করুনা

যে বাইরে দেখায় হাসি       গোপনে বাজায় বিশের বাশি ।

————–চাইনা আমি তাহার করুনা

যে বাইরে দেখায় আলো      ভিতরে তার বড্ড কালো ।

————–চাইনা আমি তাহার করুনা

যে স্বার্থের জন্য করে বন্ধু     স্বার্থ শেষে হয় যে শত্রু ।

————–চাইনা আমি তাহার করুনা

যে কাছে থাকে সুখের সময়        বিপদে দৌড়ে পালায় ।

————–চাইনা আমি তাহার করুনা

যার হাতে থাকে ফুল        হৃদয়ে থাকে কাল তিল।

————–চাইনা আমি তাহার করুনা

যা মুখে থাকে মধু     ভিতরে চালে কু-যাদু।

————–চাইনা আমি তাহার করুনা

যে নিজের স্বার্থের জন্য       করে দেয় সব লন্ডভন্ড ।

————–চাইনা আমি তাহার করুনা

যে নিজেকে নিয়ে করে গর্ব        অপমানে পরকে করে স্তব্ধ।

————–চাইনা আমি তাহার করুনা

যে জানে শুধু নিতে         পারেনা কোন কিছু দিতে ।

————–চাইনা আমি তাহার করুনা

যে উপরে দেখায় ভালবাসা         ভিতরে করে সব সর্বনাশা!!

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

১১-০৩-২০১৩

লালবাগ-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *