___রেদোয়ান মাসুদ

আমাদের বাড়ির পিছন দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী

এক সময় নৌকা, ট্রলার চলিত সারি সারি ।

বর্ষার সময় নদীতে থাকত পানিতে ভরপুর ,

চৈত্র মাসেও শুকাতনা পানি , দু’কূল থাকত দূর ।

এখন নদীর বুকে পড়েছে বালির সমাহার ,

বর্ষা শেষে হেটে যাচ্ছে সবাই এপার ওপার ।

শ্রাবণ – ভাদ্র মাসে নদীতে পরিত শত শত কাঠা

এখন সেখানে হচ্ছে চাষ ধান আর সরিষা ।

জেলেদের দেখতাম মাছ ধরিয়া ডালায় ভরিতে ,

এখন দেখি কৃষকদের ফসল ফলাইয়া বাড়িতে নিতে ।

চারদিকে থাকত সেথায় শুধু পানি আর পানি ,

এখন সেখানে চারিদিকে সবুজের সারি সারি ।

নদীর ঘাটে গোসল করিতে আসত কত লোকজন ,

এখন সেখানে দিন মুজুরেরা নিড়ি দিচ্ছে ধান ।

গ্রামের ছেলে মেয়েরা খেলিত সেথায় সাতার কাটিয়া ,

এখন সেখানে শিশুরা বানাচ্ছে ঘর বালি দিয়া ।

কলসী কাকে নিয়ে আসত রমনীরা পানি নিতে ,

এখন সেখানে তুলিতে হয় পানি কূয়া কেটে ।

এভাবে যদি মরে যায় দেশের সকল নদ- নদী ।

আমাদের দেশটা হবে একদিন সাহারা মরুভূমি ।।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

১৭-০৩-২০১৩ ইং

মোড়ল কান্দি- শরীয়তপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *