আসিল মাসুম বাচ্চা রঙ্গীন এ পৃথিবীতে

করিতেছে পান জয়োধন জননীর বুকে ।

এসেছে প্রতিজ্ঞা করে করিবে পূন্য

কলুষের ভান্ডার তার তখনও শূন্য ।

চারিদিকে দেখে সে কত শত বিত্ত

পারলো না নিয়মন করতে তার চিত্ত ।

বিত্তের আশায় তার নয়ন গেলো খুলে

পড়ে গেল সে দুনিয়ার লোভে ।

না পারে করিতে সে সেই স্মৃতি স্মরন

সম্পত্তির কাছে সে নিজেকে দিল বিসর্জন ।

কিসে পাপ কিসে পূণ্য করেনা সে গণ্য

দুনিয়ার সম্পত্তি তার মিটাচ্ছে সব দৈন্য ।

এসেছিলো দিগম্বর বিগ্রহ ,ফিরবে শুভ্র বসনে

এ কথা তার কখনও পড়ে না মনে ।

জীবনের সায়াহ্নে এসে জ্ঞান ফিরলো

ততক্ষনে তার ফিরে যাওয়ার ডাক পড়লো ।

নিথর দেহ তার বাশে চাপা পড়ে

দুনিয়ার বিত্ত দুনিয়াতেই পড়ে রইলো ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

০৮-৩-২০১৩ ইং

লালবাগ-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *