যে পাতা মরে যায়

দেয় গাছের সকল মায়া ছেড়ে ।

সে পাতা ঝড়ে যায়

কোন দিনও আসেনা আর ডালে ফিরে ।

যে পাখি উড়ে যায়

দুনিয়ার সকল মায়া ফেলে

ফিরে না আসিবে আর

ঐ জন্মদায়ী মায়ের কোলে ।

যে হৃদয়ে ভেঙ্গে যায়

অনাকাঙ্ক্ষিত কোন আঘাত পেয়ে

সে হৃদয় মরে যায়

জনম – জনমের তরে ।

সে প্রশ্নের উত্তর খুজে পায় না

শত চেষ্টার পরে

সে প্রশ্ন জমাবে দুঃখ

কোন দিন যাবেনা চলে ।

সবই যদি চলে যায়

শুধু দুঃখ বাদে

তবে কেন দিয়েছিলে এত মায়া

হৃদয়ের ঐ কোনে।

যে চলে যায়

সে থাকে সকল সুখে

যাকে ফেলে যায়

তাহার জীবনটা ভরে, দুনিয়ার সকল দুঃখে ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

১০-০৫-২০১৩ ইং

বনশ্রী-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *