হাত বাড়িয়ে দাও সেই মায়ের জন্য

যে মা বীর সেনাদের দিয়েছিল জন্ম

পাঠিয়েছিল যুদ্ধে বাজি রেখে জান

যার সন্তান দিয়েছিল প্রাণ

জন্মভূমি বাংলাদেশের জন্য ।

কর তাদের সাথে সম্পর্ক ছিন্ন

যারা জন্মে বাংলাদেশে

হত্যা, ধর্ষন করেছিল রাজাকার বেশে

একটুকু মায়া হয়নি তাদের

এই বাংলার মা বোনদের জন্য ।

কর কিছু যুদ্ধাহত ভাইদের জন্য

যারা অস্ত্র হাতে গিয়েছিল যুদ্ধে

একটি লাল সূর্য ছিনিয়ে আনতে

স্বাধীন দেশে যারা এখনও করছে যুদ্ধ

শুধু দিতে মুখে এক মুঠো অন্য ।

করে দাও তাদের তন্য তন্য

যারা এখনও দেশকে ভাবে অন্য

চুষে খাচ্ছে জন্মভূমির স্বাদ

মুক্তিযুদ্ধকে দিচ্ছে অপবাদ

যারা এখন করতে চায় দেশকে অভিন্ন ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

১৯-০২-২০১৩ ইং

লালবাগ-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *