চাঁদের সাথে দিওনা তুলনা মা-জননীর সাথে ,

শত কষ্টের পরও মা থাকে হাসি মুখে ।

একটু খানি জমলে মেঘ চাঁদ যে আড়ালে থাকে ,

শত আঘাতের পরও মা সন্তানের জন্য কাঁদে ।

অমবস্যার রাত্রি বেলা চাঁদকে যায়না খুঁজে পাওয়া ,

সন্তানের বিপদে মা থাকে পাশে ,বন্ধ করে খাওয়া-দাওয়া ।

দিনের বেলা চাঁদ যে থাকে কোন আকাশে লুকিয়ে ,

সর্বক্ষন মা জননী থাকে সন্তানের কাছে ।

সুখ দুঃখ বুঝেনা চাঁদ হাসে মানুষের দুঃখে ,

অন্য কারোও দুঃখ দেখলে মা জননী নীরব থাকে ।

চাঁদের কোন নাইকো আলো সূর্যের আলোতে আলোকিত ,

মা জননী নিজের গুনে সবার কাছে গৃহিত ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

০৮-০৪-২০১৩ ইং

লালবাগ-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *