ফসল মাড়াই করতে সেথায় লাগত কত বল ,

এখন সেখানে ব্যবহার হচ্ছে মাড়াই এর কল ।

বাশের লাঠি দিয়ে তাঁরা ফসলে মারত বারি

শরীরের ঘাম সব জরে , তখন জানবে যেত চলি ।

ফসল ছাটাই করতে করতে লাঠি যেত ভেঙ্গে

বাশের লাঠি আর পরতনা, তাইতো দিত কেঁদে ।

ফসল মাড়তে করতে হতো শরীর সকল শক্তি ব্যয়

এখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলের মধ্যে দিলেই হয় ।

সারাদিনে মাড়াই করত যদি পাঁচ মন

এখন সেখানে এক ঘণ্টায় করে কয়েক গুণ ।

ফসলের মধ্যে যেত তখন বালি আর মাটি

মাড়াই কল থেকে বের হয় এখন ফসল খাঁটি ।

এসব তৈরি করতে দরকার হয়নি কোন প্রকৌশল

আমার দেশের অশিক্ষিত লোকেরাই তৈরি করেছে কল ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

১৮-০৩-২০১৩ ইং

মোড়ল কান্দি- শরীয়তপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *