__রেদোয়ান মাসুদ

দু’চোখ মেলে দেখি যখন এই দুনিয়া

আখির জলে যায় যেন সবকিছু ভাসিয়া ।

খোদা তোমার মহান সৃষ্টি শেষ হয়না গুনিয়া

কি করে করিব তোমার প্রশংসা , সবই যেন গেছি ভুলিয়া ।

বেধে ছিলাম বুকে আশা, এই দুনিয়ায় আসিয়া

থাকুক সুখে চিরদিন , ছোট্ট একটি ঘর বাধিয়া ।

হয়না কিছু তোমারে ছাড়া সবই তো তোমার অশেষ দয়া

সেই কথা আজ ভুলে সব , করিছি দুনিয়ার লাগিয়া ।

যাহাকিছু আমি গড়িতে চাই তোমায় ভুলিয়া

সবকিছু যেন গোলমাল হয়ে যায় পাইনা কিছু ভাবিয়া ।

হে আল্লাহ কর মোরে রহমত,যেন তোমাকে না যাই ভুলিয়া

সবকিছু করার আগে যেন স্মরন করি তোমায় পরাণ ভরিয়া ।

তোমারি ইশারা ছাড়া ঝড়েনা গাছের পাতা, যদিও ভাসাই আঁখি কাঁদিয়া

ক্ষমা কর মোরে ডাকছি তোমায় ঐ শূন্য দু’হাত দিয়া ।

ইহকালে আমি চাইনা এত সুখ বলেছি তোমায় ডাকিয়া

পরকালে মোরে দিও নাজাত,তোমার ঐ অশেষ রহমত দিয়া  ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

১০-০৫-২০১৩ ইং

বনশ্রী-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *