এই বাংলায় করে বাস

হিন্দু-মুসলীম, বৌদ্ধ –খ্রিস্টান আরও কত

সবাইকে নিয়ে করতে চাই বাস শান্তি মত ।

চাইনা করতে খালি

ঐ জন্মধাত্রি দুঃখিনী মায়ের কুল

সবার মধ্যে যেন থাকে ভাইয়ের মত মিল ।

কেন করছে আঘাত

ভাইয়ের মাথায়, কেন ঝড়াচ্ছে রক্ত

এসো সবাই নিজেদের হাত করি শক্ত ।

দেখতে চাইনা অশান্তি

এই বাংলার প্রতিটি ঘরে ঘরে

এসো সবাই গড়ি শান্তির প্রতিক করে ।

হিন্দু খ্রিস্টান করিবে পালন

যার যার ধর্ম শান্তি মত

কেন দিব বাধা করিতে পালন তাদের ধর্ম ।

আমরা বঙ্গভাষী

যে ভাষার জন্য ১৯৫২ সালে দিতে হয়েছিল রক্ত

একুশে ফেব্রুয়ারী আজ সারা বিশ্বের গর্ব ।

আমরা বাঙ্গালী, বাংলাদেশী

যে পরিচয়ের জন্য ১৯৭১ সালে হয়েছিল মুক্তিযুদ্ধ

১৬ ডিসেম্বর পেয়েছি মোরা নতুন একটি সূর্য ।

হিন্দু-মুসলীম,বৌদ্ধ-খ্রিস্টান

সবার মধ্যে করতে চাইনা কোন ভেদাভেদ

এসো সবাই মিলে গড়ি সোনার বাংলাদেশ ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

০৫-০৩-২০১৩

লালবাগ-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *