___ রেদোয়ান মাসুদ

কত কথা বলে আজ কিশোরীর দল ,

দুপুর বেলা যায় যে তাঁরা আনিতে নদীর জল ।

একসাথে অনেকে মিলে বেড়েছে তাদের বল

নদীতে নেমে তাই তাঁরা করছে কলকল ।

পুরো শরীরে তাদের যৌবন করছে টলটল ,

লাল টিপে করছে চকচকে তাদের কপাল ।

কত সুন্দর করে বেধেছে তাঁরা আচল

মাথা দুই ভাগ করে বেধেছে কালো চুল ।

প্রিয়জনের জন্য জমেছে আশা হৃদয়ের তল

কালো চোখ দুটি তাই করছে টলমল ।

আকাশে নেই কো আজ মেঘের দল

চারিদিকে শুধু নীল আর নীল ।

মনে হয় যেন আজ তাদের বেড়েছে চঞ্চল

একে অপরকে তাঁরা ছিটাচ্ছে নদীর জল ।

কলসির ভরে পানি নিয়ে ফিরছে বাড়ি কিশোরীর দল

পুরো শরীর দিয়ে ঝড়ছে তাদের নদীর জল ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

১৬-০৪-২০১৩

মধ্যবাড্ডা-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *