কিসের আশায় বাধব ঘর এই সুন্দর পৃথিবীতে

একদিন সবাইকে ছেড়ে যেতে হবে ভিন্ন জগতে ।

এই দুনিয়াতে এসেছি মোরা দু দিনের জন্য

চলে যাব আবার সেথায় সারা জীবনের জন্য ।

কত মায়া কত মমতায় বেধেছি আশা এ বুকে

সেই কথা মনে পড়লে আজ হৃদয়টা যায় ফেটে ।

বাবা-মা-ভাই বোন আত্নীয় স্বজন মিলে থাকতাম একসাথে

এসেছি একা চলে যাব একা থাকবনা কারো সাথে ।

চলে যেতে হবে তবে কেন করলাম এত আয়োজন ?

শত ঝামেলার মাঝে একদিন হবে বিয়োজন ।

স্ত্রী সন্তান সবাই চেয়ে আছে আমার দিকে

তুমি চলে গেলে একদিন আমাদের কি হবে ?

শুধু যাবনা আমি একা যাবে তোমরা সবাই

দেখা হবে তোমাদের সাথে কোনদিন যদি কর্ম করে যায় ।

ইহকালের শান্তির জন্য কত কর্ম করছি মোরা

ছেড়ে দাও ওইসব ভেবোনা কিছু আল্লাহ ছাড়া ।

আল্লাহ পাঠাইছে দুনিয়াই তিনিই আবার নিবেন তুলে

যদি কর কাজ তাহার রাস্তায় জন্নাতের দরজা যাবে খুলে ।

আল্লাহর কথা মনে পড়লে থাকতে চায়না মন এই জঞ্জাল পৃথিবীতে

মন চায় চলে যাই অন্য কোথাও এই পৃথিবী ছেড়ে ।

কত পাপ করেছি আল্লাহ জেনে না জেনে

উঠালাম দু হাত করেদিও মাফ রেখোনা কিছু মনে ।

অনেক দিন হল এসেছি এই রঙ্গিন দুনিয়ায়

যাবার সময় হয়েছে এখন নিতে হবে বিদায় ।

স্ত্রী সন্তান বাবা মা সবাইকে জোর করে বলি

করে দিও ক্ষমা আমায়,রেখোনা কোন দাবি ।

একদিন এসেছি একদিন চলে যেতে হবে

কেদনা তোমরা আমার জন্য, এই সত্যকে নিতে হবে মেনে ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

০৬-০৩-২০১৩

ব্রাক বিশ্ববিদ্যালয়-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *