___রেদোয়ান মাসুদ

খর কুটা দিয়ে তৈরি ঘরে ক্ষেত মজুরের বাস

জীবনে তাদের হয়না পূরণ কোন অভিলাষ ।

সারাদিন খাটে তাঁরা ক্ষেত খামারে

ঘামে ভিজা শরীর নিয়ে অবশেষে বাড়ি ফিরে ।

সারাদিনের কষ্টে পায় যেই মায়না

চাল –ডাল কিনে হাতে কিছুই থাকেনা ।

হঠাৎ করে কোন রোগ বালাই হলে

চিকিৎসা সেবা হয়না টাকার অভাবে ।

যদি তাদের মুখে দিতে হয় ভাত

অসুস্থ শরীরেই করতে হয় কাজ ।

কোনদিন যদি বৃষ্টি নামে মাঠে

যেতে পারেনা তাঁরা কোন কাজে ।

টাকার অভাবে সেদিন যেতে পারেনা হাটে

তাইতো সারাদিন তাঁরা অনাহারে থাকে ।

শরীর ঢাকার জন্য সামান্য বস্ত্রও না জোটে

ছিড়ে ফারা পোষাকে কোনভাবে শরীর ঢাকে ।

পৌষ মাঘের হাড় কাঁপানো শীতে

জড়াতে পারেনা গরমের পোষাক শরীরে ।

এত কষ্টে সোনার ফসল ফলে তাদের হাতে

তাঁরা ক্ষেত মুজুর সোনার চেয়েও খাঁটি বটে ।

অনাহারে অর্ধ হারে করে তাঁরা বসবাস

এভাবেই কোনভাবে  কাটে বারো মাস

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

০৯-০৩-২০১৩

লালবাগ-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *