___ রেদোয়ান মাসুদ

গান কে না গায়

মাঝি নৌকা বেয়ে যায় সেও গান গায়।

কৃষাণেরা কাটছে ধান

সেও দিচ্ছে তান ।

পাগল যে নিজেকে চিনেনা

সেও নাচ্ছে গানে হচ্ছে আত্নহারা ।

প্রেমিক ভালবাসার মানুষকে হারিয়ে

সেও হাচ্ছে গান বিরহে ।

যুগল যৌবনে আত্নহারা

সেও গাচ্ছে গান কাউকে ছেড়ে যাবনা ।

সন্তানের বিয়ের দিনে

মা-চাচিরা গাচ্ছে গীত সুরে সুরে ।

বনের কোকিল যাচ্ছে নিড়ে ,

গাচ্ছে গান কুহু কুহু করে ।

মুক্তিযুদ্ধে যাচ্ছিল জনে জনে ,

তাও আবার গান শুনে।

একুশের চেতনা রাখছে ধরে ,

গাইছে গান যাচ্ছে ধীরে ধীরে।

বাইছের নৌকা যাচ্ছে এগিয়ে ,

তাও আবার গানের জোরে

বাথরুমে প্রকৃতির ডাকে

সেও গাচ্ছে গান গোপনে গোপনে ।

খরায় পুরছে মাঠ, যাচ্ছে ফেটে

বৃষ্টি নামাচ্ছে তারা গানে গানে ।

ক্রিকেটের মাঠে বাড়ছে রান

গ্যালারিতে দর্শক গাচ্ছে জয়োগান

আজ সবাই আসেন ভাই

গাই স্বাধীনতা রক্ষার গান ।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

০৯-০২-২০১৩

আজিমপুর-ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *