__ রেদোয়ান মাসুদ

আমি দেখিনাই সেই ভাষা আন্দোলন

দেখিনাই রফিক-সফিকের মায়ের ক্রন্দন ।

শুনেছি সেদিন মতৃভাষার জন্য

দিয়েছিলেন জীবন তাঁরা, হয়েছিল ধন্য।

আমি দেখিনাই স্বাধীনতা আন্দোলন

দেখিনাই বিধবা মা ও ধর্ষিতা বোনের ক্রন্দন ।

শুনেছি সেদিন স্বাধীনতার জন্য

যুদ্ধে নেমেছিল প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম ।

আমি দেখিয়াছি শাহবাগে তরুণের জয়গান ,

দেখিনাই তাদের কোন পিছুটান।

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য

আবার এক হয়েছে প্রজন্ম থেকে প্রজন্ম।

কাব্যগ্রন্থঃ মায়ের ভাষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *