বিন্দু মিয়া নদীর ধারে করে খেলা সারা বেলা ,

স্কুলে যাওয়ার জন্য তার নেইকো কোন তাড়া ।

সকাল বেলা ঘুম থেকে উঠে তারাতারি করে ,

কোন রকম কিছু খেয়ে সে যায়যে নদীর ধারে ।

স্কুলে যাওয়ার জন্য বাবা কত অনুরোধ করে ,

বাবার কথা কখনও নেয়না সে কানে ।

একদিন সকাল বেলা বাবা তাকে স্কুলে যেতে বলে ,

বাবার কথা না শুনে সে যায়যে নদীর ধারে ।

এত সকালে কেউ ছিলনা নদীর আশেপাশে ,

এমন সময় হঠাৎ করে নদীর কূলে কুমির জাগে ওঠে ।

বিন্দু মিয়া নদীর ধারে ছিল খেলার সাথীদের অপেক্ষায় ,

হঠাৎ করে কুমির এসে কামড়ে ধরে তার দুই পায় ।

কোন উপায় না পেয়ে বিন্দু মিয়া চিৎকার করে জোর গলায় ,

দূর থেকে লোক আসতে আসতে কুমির নদীতে নেমে যায় ।

লোকজন এসে দেখে বিন্দু মিয়া চলে গেছে কুমিরের পেটে ,

নদীতে নেমে আর কি হবে বিন্দু মিয়া গেছে যে মরে ।

বাবার কথা না শুনে বিন্দু মিয়া অকালে গেল ঝরে ,

বাবা মা যখন বলে কিছু , বিন্দু মিয়ার কথা রেখ সবাই মনে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *